সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের গাড়িতে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। এসময় দুবৃর্ত্তদের ছোঁড়া ইটের আঘাতে মারাত্বকভাবে আহত হয়েছেন উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী হাসান মারুফ। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবু নামের এক যুবককে আটক করেছে। উপজেলার নকিপুর গ্রামের সুজায়েত হোসেনের ছেলে আহত সাংবাদিক মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এসএম নুরুজ্জামান টুটুল জানান তারা উপজেলা সদর থেকে গোমানতলী গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত নয়টার দিকে গোডাউনমোড় এলাকা অতিক্রমকালে সংসদ সদস্যের গাড়ি লক্ষ্য করে রাস্তায় পাশে দাড়িয়ে থাকা যুবকরা ইট ছুঁড়ে মারে। এসময় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ির বাম পাশের কাঁচ ভেদ করে বড় একটি ইট মাঝের আসনে বসা মারুফ হোসেনের বুকে আঘাত করে।
হামলাকারী স মিলের ভিতর দিয়ে দৌড়ে পালানোর সময় স মিল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হামলাকারী কে চিহ্নিত করে। প্রত্যক্ষ সাক্ষী সমিল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, ভবঘুরিয়া মাদকাসক্ত বাবু কাপালি নামে এক যুবক এমপি সাহেবের গাড়িতে ইট মেরে তার সামনে দুইয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন হামলাকারী বাবুকে ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূর থেকে তাকে ধরে নিয়ে আসে। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর হামলাকারী বাবুকে আটক করে শ্যামনগর থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারী কালিগঞ্জ উপজেলার হোগলপুর গ্রামের আব্দুল হান্নান কাপালির পুত্র বাবু কাপালি (৪০)সে কিছুদিন আগে বিআরটিসি গাড়িতে ইট নিক্ষেপ করে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। স্থানীয়দের ধারণা ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। হামলাকারী বাবুকাপালি সংসদ সদস্য এসএম আদালত দোলনের বাড়ির পথে প্রায় ২ মাস যাবত ওত পেতে আছে বলে জানা যায়।
নুরুজ্জামান টুটুল আরও জানান হামলার শিকার গাড়িতে চড়ে সংসদ সদস্য নিজেও রওনা হয়েছিলেন। তবে পথিমধ্যে ঔষধ নেয়ার জন্য ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তিনি মটর সাইকেলযোগে নকিপুর বাজারে গিয়েছিলেন।
আহত মারুফ হোসেন জানান ইট ছুঁড়ে মেরে তিন যুবক দৌড়ে সমিলের ভিতর দিয়ে পালিয়ে যায়। সংসদ সদস্যের উপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলেও তিনি দাবি করেন।
সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন বলেন, মেরামত কাজ চলায় উক্ত সড়কে ঘুরানোর সুযোগ না থাকায় তিনি গাড়ি থেকে নেমে মটর সাইকেল নিয়ে ঔষধ নিতে যান। গাড়িতে হামলার খবরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাবু নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে হামলার উদ্দেশ্যসহ সহযোগীদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।