শ্যামনগরে আটটি গাঁজা গাছ সহ আটক-১
শ্যামনগরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে
গ্রামীন ফিসের ভিতর থেকে ৮টি কাচা গাঁজাগাছ সহ ছোট ভেট খালী গ্রামের আফসার গাজীর ছেলে আশিকুর রহমান(২৭)কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
রবিবার ২৪ মার্চ রাত আনুমানিক ১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্রামীন ফিসের ভিতর থেকে গাছ লাগানো ব্যক্তি আশিকুর রহমানকে হাতেনাতে আটক করে। গাজা গাছগুলি কাঁচা অবস্থায় ওজন ছিল ২ কেজি ৯০০ গ্রাম যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৬ হাজার টাকা
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় মামলা নেওয়া হয়েছে যার নং-৩০ তাকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।