শান্তিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের সড়কে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে ও অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, সড়কে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে ও অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।