সাতক্ষীরা’র শ্যামনগরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকাল ১০ উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম. জগলুল হায়দার (সাবেক এমপি) সভাপতিত্বে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস.এম. আতাউল হক দোলন (এমপি, সাতক্ষীরা-০৪) এর পরিচালনায়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহ-সভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ জাফুরুল আলম বাবু, আলহাজ্ব এস এম আফজালুর রহমান, গাজী আনিছুর জামান আনিস, অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার, প্রভাসক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা আওয়ামী লীগের প্রাচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ উজ্জ- জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন প্রমুখ। এসময়, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগ, বাংলাদেশ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগি সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক ও আহবায়ক যুগ্ম আহবায়ক দ্বয় উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভা সারাদেশে চলমান কোটা সংস্কার কে কেন্দ্র করে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপরে হামলায় নিহত দের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতা কামনা দোয়া করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা কোট মসজিদের পেস ইমাম মুফতি আব্দুল খালেক।