সাতক্ষীরা শ্যামনগরে আল-মারুফ নুরানী কিন্ডারগার্টেন এর ভবন উদ্বোধন হয়েছে। শ্যামনগর পৌরসভার গোপালপুর জামে মসজিদ ও মাদ্রাসা ময়দানে ১৪ জুন শুক্রবার বিকাল ৩ টায় আল-মারুফ নুরানী কিন্ডারগার্টেন এর ভবন উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন সাতক্ষীরা-০৪, শ্যামনগর (কালিগঞ্জ আংশিক) জাতীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ী পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্তিক সংসদসীয় স্থায়ী কমিটি সদস্য এস.এম আতাউল হক দোলনা। মাননীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গোপালপুর জামে মসজিদ গোপালপুর ঈদগা গোপালপুর হাফিজিয়া মাদ্রাসা ও আল মারুফ নূরানী কিন্ডার গার্ডেন এর উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন এবং আল মারুফ নুরানী কিন্ডারগার্টেনে ১২ সিলিং ফ্যান ও কোমলমতি শিশুদের সুপেয় পানি পানের জন্য ৩০০০ লিটারের পানিরড্রাম দেওয়ার ঘোষণা করেন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উদ-জামান সাঈদ, সৈয়দ হাসান যুবাইর এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, শিক্ষক আমিনূর রহমান বকুল, উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান মুকুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ, নকিপুর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো: ফিরোজ হোসেন, যুবলীগ নেতা হাসানুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠান পরিচালনায় জি.এম হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।