সাতক্ষীরা শ্যামনগরে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ইছামতি নদী থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে স্থানীয়রা খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদী থেকে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) এসআই মাইদুল ইসলামের নেতৃত্বে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ইছামতি নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য মরদেহটি কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ব্যক্তির প্রকৃত পরিচয় সনাক্তকরণের চেষ্টা অব্যহত আছে তিনি জানান।