অনলাইন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা-গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য ঢাকায় এসেছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক কারিগরি দল। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দলটি বুধবার মধ্যরাতে ঢাকা পৌঁছায়। তাদের বাংলাদেশে ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা রয়েছে।
প্রতিনিধি দলটি বৃজস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন। রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে কাজ করছেন।
প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গেও দেখা করবেন। এছাড়া অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন প্রতিনিধিদল। এর মাধ্যমে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত হবে।