শ্যামনগরে জীবিত গাঁজা গাছ সহ এক মাদক সেবীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। যাহার ওজন কাঁচা অবস্থায় ২ কেজি ১শত গ্রাম। আটকৃত ব্যক্তি উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে মিলন কুমার মন্ডল (৩৭)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নির্দেশে উপ-পরিদর্শক পিংকু মন্ডল, আব্দুল্লাহিল আরিফ নিশাত ও সহকারী উপ-পরিদর্শক সুব্রত মন্ডলের নেতৃত্বে তাকে ২৮ পিস জীবিত গাঁজা গাছ সহ আটক করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা সহ কোর্টে প্রেরণ করা হয়েছে।