শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য গাজী সালাউদ্দীন বাপ্পীর কাছে তিনি নিজ পদত্যাগপত্র হস্তান্তর করেন। পদত্যাগ পত্রে কারণ ‘ব্যক্তিগত’ বলে তিনি উল্লেখ করেছেন।
যদিও অনেকের ধারনা অগঠনতান্ত্রিকভাবে ও নিয়ম-নীতির বাইরে যেয়ে প্রেসক্লাব পরিচালিত হওয়ার জেরে তিনি পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের কারণ জানতে যোগাযোগ করা হলে জাহিদ সুমন বলেন ব্যক্তিগত কারনে তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে প্রেসক্লাবের চলমান কমিটির ভবিষ্যত নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র মেনে নির্বাচন না হওয়াসহ অনেক সাংবাদিককে সদস্যভুক্ত না করায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ভিতর ও বাইরে অসন্তোষ চলছিল। এছাড়া প্রেসক্লাবের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে কতিপয় সাংবাদিক নামধারী ব্যক্তির অনৈতিক সুবিধা আদায়ের ঘটনায় সাংবাদিকদের ভাবমুর্তি ক্ষুন্ন নিয়েও চাপা দ্ব›দ্ব বিরাজমান।