শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজী নামের এক চোরকে সিমেন্ট সহ হাতেনাতে আটক করেছেন। পুলিশ এঘটনায় তার বাড়ী হতে ১০৩ বস্তা সিমেন্ট উদ্ধার করেছেন। উক্ত চোর আলম গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড গাবুরা এলাকায় প্রাক্তান ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।
সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠ সংলগ্ন একটি ঘরে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্য হতে ঈদের দিন রাত্রে ৪শ ৫০ বস্তা সিমেন্ট চুরি হয় উক্ত আলম নামের ব্যক্তি । এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চোর আলমকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ১০৩ বস্তা সিমেন্ট উদ্ধার করেন থানা পুলিশ। এলাকাবাসীরা অভিযোগ এটা আলমের প্রথম চুরি না এর আগে বহু অন্যায় অপরাধ করেছে সে এলাকার প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায়।তার বিরুদ্ধে অত্র এলাকায় বিভিন্ন সাধারণ নিরীহ মানুষের কাছ থেকে জোর পুর্বক টাকা আদায় সহ মানুষের উপর হামলা করা সহ অন্যায়ভাবে নির্যাতনের বহু প্রমান রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ আসামীকে আটক করেছে, এবং বাকী সিমেন্টগুলি উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।