মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোর রেলওয়ে ষ্টেশনে ৮ কেজি ভারতীয় গাঁজা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার(০৬ই ডিসেম্বর-২৩) বিকালে নাটোর রেলস্টেশন এলাকা থেকে আসলাম আলী(৫০) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়।আটককৃত আসলাম আলী নাটোর শহরের তেবাড়িয়া হাট এলাকার মৃত জয়েন উদ্দীনের ছেলে।
নাটোর রেলস্টেশনে দায়িত্বরত সান্তাহার জিআরপি পুলিশের এ এস আই সিরাজুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস থেকে রেলষ্টেশনে নামা এক যাত্রীকে থামতে বললে সে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ধাওয়া করে মাদক পাচারকারী আসলাম শেখকে গ্রেপ্তার করা হয়।পরে তাঁর হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করলে ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।আটক আসলাম আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
সান্তাহার থানার কর্তব্যরত ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার তাকে নাটোর আদালতে পাঠানো হবে।