মোঃ মনিরুজ্জামান মুকুল, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কালিগঞ্জ রিডা প্রাইভেট হাসপাতাল এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ নুর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার সম্মতি জ্ঞাপন করেছিলেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জনাব এস এম আতাউল হক দোলন। তিনি বিশেষ কারণে উপস্থিত না হতে পেরে তার প্রতিনিধি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সম আব্দুস সাত্তার ও সুশান্ত বিশ্বাস বাবুলাল উপস্থিত হন।
কালিগঞ্জ উপজেলার কার্টুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিডা প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা ফয়সাল আমিন খান। রিডা প্রাইভেট হাসপাতালের আর এম ও ডাক্তার তন্ময় কুমার, রিডার প্রাইভেট হাসপাতালে আর এম ও ডাক্তার আরাফাত হোসেন। মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্নু সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল। রিডা প্রাইভেট হাসপাতালে ফাউন্ডার এন্ড সিইও।আব্দুল্লাহ আল মামুন, রিডা প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুসাফ হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলার একাধিক গ্রাম ডাক্তার, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজে নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ রিডা প্রাইভেট হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোনাজাত করেন, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ।
সাবেক ছাত্রলীগ নেতা শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
কালিগঞ্জ রিডা প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা প্রদানের আশ্বাস প্রদান এবং এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।