পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানের একটি খুশির দিন। আর ঈদুল ফিতর হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। ৩০ দিন রমজান মাসের রোজা থাকার পর চাঁদ দেখে ঈদুল ফিতরের উৎসব পালন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে একসঙ্গে ঈদগাহ মাঠে নামাজ পরে আল্লাহর নিকট সুখ ও শান্তি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান, ঈশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিএম শুকুর আলী। তিনি ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইশ্বরীপুর ইউনিয়নের সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।